শাহানা বেগম স্বাভাবিক দূরত্বে রেখে পত্রিকা পড়তে পারেন না। কিছুটা দূরে নিয়ে পড়তে হয়। অপরদিকে তার ছেলে সোহান চোখের খুবই কাছে এনে পত্রিকা পড়ে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাদেরকে ভিন্ন লেন্সের চশমা ব্যবস্থাপত্র হিসেবে প্রদান করেন।
ক) আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো।
খ) গাড়ি চালানোর পূর্বে দর্পণগুলোকে যথাযথভাবে স্থাপন করে নিতে হয় কেন?
গ) শাহানা বেগমের চোখের ত্রুটির কারণ ব্যাখ্যা করো।
ঘ) তাদেরকে ভিন্ন ব্যবস্থাপনা প্রদানের কারণ যুক্তি সহ বিশ্লেষণ করো।
আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো।
গাড়ি চালানোর পূর্বে দর্পণগুলোকে যথাযথভাবে স্থাপন করে নিতে হয় কেন?
শাহানা বেগমের চোখের ত্রুটির কারণ ব্যাখ্যা করো।
তাদেরকে ভিন্ন ব্যবস্থাপনা প্রদানের কারণ যুক্তি সহ বিশ্লেষণ করো।