মিরাকে একটু দূরে বই রেখে পড়তে হয়। আশা অধিক সময় ধরে কম্পিউটারে কাজ করে। ইদানীং তার চোখে সমস্যা হয়েছে। উভয়ে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার মিরার সমস্যাটি চিহ্নিত করেন এবং আশাকে ডাক্তার চোখ ভালো রাখার জন্য পরামর্শ দেন।
ক) আলোর প্রতিসরণ কাকে বলে?
খ) চোখ কীভাবে কোনো বস্তুকে দেখতে পায়? ব্যাখ্যা করো।
গ) মিরার সমস্যাটি কী? তার কারণ ব্যাখ্যা করো।
ঘ) আশাকে ডাক্তারের দেয়া পরামর্শগুলো ব্যাখ্যা করো।
আলোর প্রতিসরণ কাকে বলে?
চোখ কীভাবে কোনো বস্তুকে দেখতে পায়? ব্যাখ্যা করো।
মিরার সমস্যাটি কী? তার কারণ ব্যাখ্যা করো।
আশাকে ডাক্তারের দেয়া পরামর্শগুলো ব্যাখ্যা করো।