ঈদের ছুটিতে অর্পা রাঙামাটি বেড়াতে যাচ্ছিল। গাড়িতে পত্রিকা পড়ার সময় সে লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিল না। আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করে যখন গাড়িটি সামনে এগিয়ে যাচ্ছিল তখন রাস্তার বাঁকগুলোতে এক ধরনের দর্পণ তার চোখে পড়লো।
ক) স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু কাকে বলে?
খ) কোনো লেন্সের ক্ষমতা +৩D বলতে কী বোঝায়?
গ) রাস্তার বাঁকগুলোতে উল্লিখিত বস্তু ব্যবহারের কারণ ব্যাখ্যা করো।
ঘ) অবতল লেন্স ব্যবহার করে অর্পার চোখের উল্লিখিত ত্রুটি দূর করা যাবে কি? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু কাকে বলে?
কোনো লেন্সের ক্ষমতা +৩D বলতে কী বোঝায়?
রাস্তার বাঁকগুলোতে উল্লিখিত বস্তু ব্যবহারের কারণ ব্যাখ্যা করো।
অবতল লেন্স ব্যবহার করে অর্পার চোখের উল্লিখিত ত্রুটি দূর করা যাবে কি? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।