নবম শ্রেণির শিক্ষার্থী পাপিয়া রাত জেগে টেলিভিশন দেখে ও কম্পিউটারে গেম খেলে। ইদানীং সে তার মাকে জানায় যে দূর থেকে ব্ল্যাকবোর্ডে শিক্ষকের লেখাগুলো ঝাপসা দেখে এবং প্রায় সময় মাথাব্যথা করে। তার মা তাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তার এক ধরনের চোখের রোগ আছে বলে জানায় এবং সব সময় চশমা পরার পরামর্শ দেন।
ক) আলোর প্রতিসরণ কাকে বলে?
খ) লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়?
গ) পাপিয়ার চোখের সমস্যার কারণ চিত্রসহ ব্যাখ্যা করো।
ঘ) ডাক্তার পাপিয়াকে উক্ত রোগের প্রতিকার হিসেবে চশমা ব্যবহার করার কথা বলার যৌক্তিকতা বিশ্লেষণ করো।