ইদানীং পাভেল ক্লাসে স্যারের বোর্ডের লেখা কাছ থেকে দেখতে পায় কিন্তু দূর থেকে দেখতে পায় না। অপরদিকে প্রায়ই রাসেলের চোখ লাল হয় এবং চুলকায়। এমতাবস্থায় তারা দুজনই ডাক্তারের নিকট যায়। ডাক্তার তাদের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে পাভেলকে চশমা ব্যবহারের নির্দেশ দিলেন এবং রাসেলের চোখের যত্নের জন্য বেশ কিছু উপদেশসহ ব্যবস্থাপত্র দিলেন।
ক) আলোর প্রতিসরণ কাকে বলে?
খ) পাহাড়ি রাস্তায় গোলীয় দর্পণ ব্যবহার করা হয় কেন?
গ) ডাক্তারের দেওয়া চশমাটি কীভাবে পাভেলকে দেখতে সাহায্য করবে? সচিত্র ব্যাখ্যা করো।
ঘ) রাসেলকে ডাক্তারের দেওয়া উপদেশ মূল্যায়ন করো।
আলোর প্রতিসরণ কাকে বলে?
পাহাড়ি রাস্তায় গোলীয় দর্পণ ব্যবহার করা হয় কেন?
ডাক্তারের দেওয়া চশমাটি কীভাবে পাভেলকে দেখতে সাহায্য করবে? সচিত্র ব্যাখ্যা করো।
রাসেলকে ডাক্তারের দেওয়া উপদেশ মূল্যায়ন করো।