মিমসা বান্দরবান বেড়াতে গিয়ে লক্ষ করল যেখানে বাঁক রয়েছে সেখানে ড্রাইভার অন্য গাড়িকে না দেখেই সাইড দিচ্ছে। পাহাড়ের চূড়ায় পৌঁছে মিমসা লক্ষ করল যে সে কাছের জিনিস সব দেখতে পাচ্ছে, কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখছে।
ক) লেন্স কী?
খ) স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলতে কী বোঝায়?
গ) মিমসা চোখের কোন ধরনের ত্রুটিতে আক্রান্ত? ব্যাখ্যা করো।
ঘ) মিমসার নিরাপদে পাহাড়ের চূড়ায় উঠার কারণ বিশ্লেষণ করো।
লেন্স কী?
স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলতে কী বোঝায়?
মিমসা চোখের কোন ধরনের ত্রুটিতে আক্রান্ত? ব্যাখ্যা করো।
মিমসার নিরাপদে পাহাড়ের চূড়ায় উঠার কারণ বিশ্লেষণ করো।