চশমা ছাড়া হিরার মা পত্রিকার ছোট অক্ষরগুলো ঝাপসা দেখেন। কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখেন। অপরদিকে হিরা ২৫ সে.মি. দূরের বস্তু স্পষ্ট দেখতে পারে না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে তার মায়ের বিপরীত ব্যবস্থাপত্র দেন।
ক) আলোর প্রতিসরণ কাকে বলে?
খ) দ্রুত ঘুরন্ত বৈদ্যুতিক পাখা দেখা যায় না কেন? ব্যাখ্যা করো।
গ) হিরার চশমায় ব্যবহৃত লেন্সের ক্ষমতা নির্ণয় করো।
ঘ) হিরা ও তার মায়ের ব্যবস্থাপত্র ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করো।