শ্যামল ১০ম শ্রেণির ছাত্র। অবসর সময়ে কম্পিউটারে টাইপিং এর কাজ করে। কিছুদিন যাবৎ সে লক্ষ করল কম্পিউটারের লেখাগুলো সে ভালভাবে পড়তে পারছে না। কিন্তু দূরের জিনিস দেখতে তার কোন সমস্যা হয় না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব শ্যামলকে উত্তল লেন্সের চশমা ব্যবহার করার পরামর্শ দিলেন।
ক) আলোর প্রতিসরণ কাকে বলে?
খ) কোনো লেন্সের ক্ষমতা -2.5D বলতে কী বোঝায়?
গ) শ্যামলের চোখে কী ধরনের ত্রুটি দেখা দিয়েছে? এর কারণ ব্যাখ্যা করো।
ঘ) ডাক্তার সাহেবের পরামর্শ কতটা যথার্থ তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
আলোর প্রতিসরণ কাকে বলে?
কোনো লেন্সের ক্ষমতা -2.5D বলতে কী বোঝায়?
শ্যামলের চোখে কী ধরনের ত্রুটি দেখা দিয়েছে? এর কারণ ব্যাখ্যা করো।
ডাক্তার সাহেবের পরামর্শ কতটা যথার্থ তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।