কবির মতে, দরিদ্র মানুষদের জীবনে কোনো গ্লানি নেই।
কবিতার মূল বিষয়বস্তু মানুষের আর্থিক উন্নতি।
কবিতাটি সিকান্দার আবু জাফরের 'মালব কৌশিক কাব্য' থেকে সংকলিত হয়েছে।
কবি দারিদ্র্যের মধ্যে থেকেও মানুষকে ভালোবাসতে পারে।
কবিতা অনুযায়ী, মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।