একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে পটাসিয়াম কার্বনেট ও পাতিত পানি দিয়ে 250 mL 0.1M দ্রবণ তৈরি করতে নির্দেশ দিলেন।
ক) মেন্ডেলিভের পর্যায় সূত্র লেখো।
খ) সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32 বলতে কী বোঝায়?
গ) উদ্দীপকের প্রস্তুতকৃত দ্রবণটিতে দ্রবের পরিমাণ নির্ণয় করো।
ঘ) উদ্দীপকের লবণটির অম্লীয় মূলকের সণাক্তকরণে ভিনেগার ও চুলের পানির সমন্বিত ব্যবহার সম্ভব কিনা? বিশ্লেষণ করো।