নিন্মে তিনটি বিক্রিয়া দেয়া হলো: (i) $ \mathrm{CaCO}_{3} \text{ (s) } \stackrel{\Delta}{\longrightarrow} \mathrm{CaO} (\mathrm{s}) + { }^{\prime} \mathrm{X}^{\prime} \uparrow (\mathrm{g}) $, (ii) $ { }^{\prime} \mathrm{X}^{\prime}(\mathrm{g}) + \mathrm{H}_{2} \mathrm{O}(l) \longrightarrow { }^{\prime} \mathrm{M}^{\prime} $, (iii) $ \mathrm{K}_{2} \mathrm{O} + \mathrm{H}_{2} \mathrm{O}(l) \longrightarrow { }^{\prime}\mathrm{N}^{\prime} $।
ক) নিসঃরণ কাকে বলে?
খ) উদ্দীপকের প্রথম বিক্রিয়াটি কোন ধরনের? ব্যখ্যা করো।
গ) উদ্দীপকের 'M' যৌগে কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করো।
ঘ) উদ্দীপকের M ও N যৌগদ্বয়ের সমন্বয়ে গঠিত লবণটি ক্ষারীয় - বিক্রিয়ারসহ বিশ্লেষণ করো।