মামুনের বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছে। গ্রাম থেকে তার চাচা ও চাচী ঢাকায় চিকিৎসার জন্য তাদের বাসায় আসে। মামুনের চাচাও ক্যান্সারে আক্রান্ত এবং তার চাচীর অন্ত্রে ঘা। ডাক্তারের শরণাপন্ন হলে বাবাকে এক ধরনের চিকিৎসা দিলেন যেখানে এক্স-রে - ব্যবহার করে আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়। চাচাকেও অন্য একটি চিকিৎসা দিলেন যাতে রাসায়নিক ঔষধ ব্যবহার করে বিভাজনরত কোষ ধ্বংস করা হয়। তার চাচীকে ডাক্তার এমন একটি পরীক্ষা করতে বলেন যাতে দুটি স্বচ্ছ নলের মধ্যে একটিতে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়।
ক) টমোগ্রাফি কাকে বলে?
খ) প্রসূতিবিজ্ঞানে আলট্রাসনোগ্রাফি একটি নির্ভরযোগ্য পদ্ধতি- ব্যাখ্যা করো।
গ) ডাক্তার, মামুনের চাচীকে কোন পরীক্ষাটি করতে বললেন? ব্যাখ্যা করো।
ঘ) মামুনের বাবা ও চাচাকে দেয়া দুটি চিকিৎসা পদ্ধতিতেই কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
টমোগ্রাফি কাকে বলে?
প্রসূতিবিজ্ঞানে আলট্রাসনোগ্রাফি একটি নির্ভরযোগ্য পদ্ধতি- ব্যাখ্যা করো।
ডাক্তার, মামুনের চাচীকে কোন পরীক্ষাটি করতে বললেন? ব্যাখ্যা করো।
মামুনের বাবা ও চাচাকে দেয়া দুটি চিকিৎসা পদ্ধতিতেই কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।