Download AppGet SUN LIGHT AI App on Google Play

সৃজনশীল প্রশ্ন

হাসিব সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হলে ডাক্তার তাকে একটি পরীক্ষা করাতে বললেন যেখানে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়। এ খবর শোনামাত্র তার বাবা বুকে তীব্র ব্যথা অনুভব করেন যিনি একজন উচ্চ রক্তচাপের রোগী। তার মা খবর শুনে মাথা ঘুরে পড়ে যান। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তারের পরামর্শ অনুসারে একটি পরীক্ষা করানো হলো যাতে এক্স-রের মাধ্যমে রক্তকণিকাগুলো দেখা যায়। মাকেও অন্য একটি পরীক্ষা করানো হলো যাতে হৃদপিণ্ডে ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত শনাক্ত করা যায়।

ক) রেডিওথেরাপি কাকে বলে?

খ) এন্ডোসকপি যন্ত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়- ব্যাখ্যা করো।

গ) ডাক্তার হাসিবকে কোন পরীক্ষাটি করতে বললেন? ব্যাখ্যা করো।

ঘ) হাসিবের বাবা ও মাকে করানো পরীক্ষা দুটি কার্যগতভাবে ভিন্ন- বিশ্লেষণ করো।

রেডিওথেরাপি কাকে বলে?

Bunny Icon

এন্ডোসকপি যন্ত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়- ব্যাখ্যা করো।

Bunny Icon

ডাক্তার হাসিবকে কোন পরীক্ষাটি করতে বললেন? ব্যাখ্যা করো।

Bunny Icon

হাসিবের বাবা ও মাকে করানো পরীক্ষা দুটি কার্যগতভাবে ভিন্ন- বিশ্লেষণ করো।

Bunny Icon
লিখিত প্রশ্নের এর উত্তর দিতে অ্যাপ ব্যবহার করুন।
Like this question?
পূর্ণ অভিজ্ঞতা পেতে SUN LIGHT AI app ব্যবহার করুনGet SUN LIGHT AI App on Google Play