বাবলীর বাবা বুকে প্রচন্ড ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলে তিনি একটি বিশেষ পরীক্ষা করাতে বললেন, যার ফলাফল গ্রাফ কাগজে পাওয়া গেল। অন্যদিকে, বাবলীর ছোট ভাই লিটন রিকশা থেকে পড়ে গিয়ে হাতে প্রচন্ড ব্যথা পেয়ে ডাক্তার তার হাত পরীক্ষা করে ব্যান্ডেজ বাঁধলেন।
ক) আইসোটোপ কাকে বলে?
খ) ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি গুরুত্বপূর্ণ কেন?
গ) বাবলীর বাবার জন্য ডাক্তারের গৃহীত বিশেষ পরীক্ষাটির কার্যপ্রণালি বর্ণনা করো।
ঘ) ডাক্তার বাবলীর ছোট ভাই লিটনের জন্য যে পরীক্ষা দিলেন তার সাথে রেডিওথেরাপির কোনো সাদৃশ্য আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
আইসোটোপ কাকে বলে?
ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি গুরুত্বপূর্ণ কেন?
বাবলীর বাবার জন্য ডাক্তারের গৃহীত বিশেষ পরীক্ষাটির কার্যপ্রণালি বর্ণনা করো।
ডাক্তার বাবলীর ছোট ভাই লিটনের জন্য যে পরীক্ষা দিলেন তার সাথে রেডিওথেরাপির কোনো সাদৃশ্য আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।