আবুল হোসেন ২০১৪ সালের ২৯ জুন ঢাকায় মারা যান।
আবুল হোসেন পদাবলী পুরস্কার পেয়েছেন।
আবুল হোসেন শুধু মূল কবিতায় অবদান রেখেছেন, কোনো অনুবাদ কাব্য করেননি।
আবুল হোসেন বাংলা একাডেমি পুরস্কার পাননি।
আবুল হোসেনের কবিতায় চিত্রময়তার ব্যবহার দেখা যায়।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।