১৮৯৯ খ্রিষ্টাব্দে দুর্ভিক্ষের সময় লর্ড কার্জন কোনো ত্রাণ তৎপরতা চালাননি।
লর্ড কার্জন ভারতের ভাইসরয় হিসেবে ১৮৯৯ সালে নিযুক্ত হন।
লর্ড কার্জন তার শাসনামলে কোন প্রাচীন কীর্তি রক্ষা আইন প্রণয়ন করেননি।
লর্ড কার্জন 'লবণ কর' হ্রাস করার মাধ্যমে গরিব জনসাধারণের সুবিধা বৃদ্ধির চেষ্টা করেন।
লর্ড কার্জন সামরিক বিভাগে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেননি।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।