গ্রামের স্বল্প শিক্ষিত যুবক রাজীব একটি পোলট্রি ফার্মে চাকরি করেন। যে বেতন পান তাতে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। তিনি নিজে কিছু করার পরিকল্পনা নেন। সে লক্ষ্যে স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গবাদিপশু পালনের ওপর প্রশিক্ষণ ও ঋণ নিয়ে বাড়িতে গবাদিপশু পালন শুরু করেন। শুরুর দিকে একাধিক প্রতিবন্ধকতা বারবার চেষ্টার মাধ্যমে জয় করে বর্তমানে তিনি একজন সফল খামারী। তার খামারে বর্তমানে ৪০ জন যুবক কাজ করেন।
ক) ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কী?
খ) উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ এক নয়'- ব্যাখ্যা করো।
গ) রাজীবের মধ্যে সফল হওয়ার ক্ষেত্রে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়? বর্ণনা করো।
ঘ) 'শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা দিয়েও ব্যবসায় উদ্যোক্তা সৃষ্টি করা যায়'- উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।