বিধী, তিথি ও মনি একত্রে চুক্তিবদ্ধ হয়ে নিজেদের মধ্যে মূলধন ও মুনাফা সমান অনুপাতে বণ্টনের জন্য একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানের কাজ পরিচালনার ৬ মাস পর বিথী মারা গেলে তার ১২ বছরের মেয়ে সীমাকে বিথীর পরিবর্তে ব্যবসায়ে নেওয়া হয়। অপরদিকে, রিমি ও রিনি আইনসৃষ্ট একটি প্রতিষ্ঠান ‘মাইশা অ্যান্ড কোং' স্থাপন ও মূলধন সংগ্রহের উপায় সম্পর্কিত সিদ্ধান্ত নেন। তারা নিবন্ধনের জন্য নিবন্ধকের অফিসে ফি জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করেন। কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার পরও প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করতে পারেননি।
ক) 'সমবায় সমিতি' সংগঠনের অগ্রপথিক কোনটি?
খ) 'মাইশা অ্যান্ড কোং' এর গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো।