রাশেদ মালয়েশিয়ায় ১০ বছর একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করে কিছু নগদ অর্থ জমিয়ে দেশে এসে একটি মুদির দোকান স্থাপন করেন। স্বাধীন পেশা ও একক মুনাফা ভোগের সুযোগ থাকায় তিনি আগ্রহের সাথে ব্যবসায় পরিচালনা করছেন।
ক) সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন কোনটি?
খ) 'একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম'— কথাটি ব্যাখ্যা করো।
গ) ব্যবসায়ের ক্ষেত্র হিসেবে রাশেদের মুদির দোকান' বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ) বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারত্ব দূরীকরণে রাশেদের উদ্যোগটির ভূমিকা মূল্যায়ন করো।