সামী, বৃন্ত ও জনি তিন বন্ধু চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে ব্যবসায় পরিচালনা, মূলধন সরবরাহ ও লাভ-লোকসান বন্টন করেন। ব্যবসায় শুরুর কয়েক বছরের মধ্যেই জনির মৃত্যু হলে তার ১৬ বছরের সন্তান রনিকে চুক্তির আওতায় নিয়ে আসা হয়। বর্তমানে তাদের ব্যবসায়টি বিগত কয়েক বছর যাবত লোকসানের সম্মুখীন হচ্ছে।
ক) নামমাত্র অংশীদার কাকে বলে?
খ) কোন ধরনের প্রতিষ্ঠানের মালিকেরা সরাসরি প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ পায় না? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে রনি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের ব্যবসায়টি কীভাবে বিলোপসাধন হতে পারে? বিশ্লেষণ করো।