জনাব খালেক ও তার ৯ জন বন্ধু মিলে 'প্রাপ্য লিমিটেড' নামে একটি ব্যবসায় ম্যাপনের কাজ শুরু করেছেন। তারা নিবন্ধকের কাছে প্রয়োজনীয় ফি দিয়ে কাগজপত্র সংগ্রহ করেন এবং ব্যবসায় পরিচালনা করেন। অপরদিকে, জনাব রেজাউল ও আরও কয়েকজন ব্যক্তি মিলে 'প্রাপ্ত লিমিটেড' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পর কার্যারম্ভ করতে গেলে বাধার সম্মুখীন হন। কিছুদিন পর তারা জনগণের কাছে বিজ্ঞপ্তির মাধ্যমে পর্যাপ্ত মূলধন সংগ্রহ করেন। বর্তমানে প্রাপ্য লিমিটেড এর চেয়ে প্রাপ্ত লিমিটেড এর সুনাম ছড়িয়ে পড়েছে।
ক) সমবায় সংগঠনের মূলমন্ত্র কী?
খ) অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তিটি ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের 'প্রাপ্য লিমিটেড'-এর ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের 'প্রাপ্য লিমিটেড'-এর চেয়ে 'প্রাপ্ত লিমিটেড' দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি অবদান রাখবে বলে কি তুমি মনে করো? তা মূল্যায়ন করো।