"রাফিদ, রাশিক ও রাকিব মৌখিক সমঝোতার ভিত্তিতে 'দেশ এন্টারপ্রাইজ' নামক ব্যবসায় প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। ব্যবসায় শুরু কিছুদিন পরে রাকিবের মৃত্যু হলে তার ১৫ বছরের সন্তান সানিকে সমঝোতার ভিত্তিতে ব্যবসায়ের আওতায় নিয়ে আসা হয়। অন্যদিকে 'সতেজ এন্টারপ্রাইজ'-এর মালিক জনাব রমন 'দেশ এন্টারপ্রাইজ' থেকে ১৫,০০০ টাকার পণ্য বাকিতে কেনে কিন্তু বার বার তাগাদা সত্ত্বেও পাওনা পরিশোধে গড়িমসি করছে। এজন্য 'দেশ এন্টারপ্রাইজ', 'সতেজ এন্টারপ্রাইজ'-এর বিরুদ্ধে পাওনা পরিশোধের জন্য মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।"
ক) যৌথ মূলধনী ব্যবসায় কাকে বলে?
খ) কোন ধরনের অংশীদারকে একই সাথে মালিক ও পাওনাদারের ভূমিকা পালন করতে হয়? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে সানি কোন ধরনের অংশীদার? বর্ণনা করো।
ঘ) সতেজ এন্টারপ্রাইজ'-এর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত কি যৌক্তিক? মতামত দাও।