জনাব রফিক লেখাপড়া শেষে চাকরির সন্ধান না পেয়ে একটি মুদি দোকান দেন। এতে তিনি ব্যাপক সাড়া পান। জনগণের চাহিদা বিবেচনা করে তিনি আরও একটি দোকান নেন এবং ব্যবসায়টিকে বড় করতে চাইলেন। এজন্য তিনি তার বন্ধু জনাব রনিকে চুক্তির ভিত্তিতে ব্যবসায়ে সংযুক্ত করলেন।
ক) একমালিকানা ব্যবসায় কী?
খ) মূলধন বিনিয়োগ না করে চুক্তি অনুযায়ী লাভের অংশ পায় কোন অংশীদার? ব্যাখ্যা করো।
গ) জনাব রফিকের ১ম ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে জনাব রফিকের ব্যবসায় সম্প্রসারণের জন্য গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন করো।