মামুন গার্মেন্টস-এর স্বত্বাধিকারী মি. মামুনের প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়। সঠিক তদন্তের মাধ্যমে ক্ষতির পরিমাণ নির্ণয় করে ABC বিমা কোং নির্ধারিত শর্ত পালন করে এবং ব্যবসায়ের কার্যক্রম গতিশীল রাখতে সহায়তা করে।
ক) অংশীদারি ব্যবসায় কাকে বলে?
খ) পেটেন্ট বলতে কী বোঝায়?
গ) মি. মামুনের গৃহীত বিমার ধরন বর্ণনা করো ।
ঘ) মি. মামুনের মতো ব্যবসায়ীদের নিকট বিমার গুরুত্ব বিশ্লেষণ করো ।