করোনাকালীন জনাব বাবর জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনামূল্যে জনগণের কাছে পৌঁছে দেন। এ কাজে তিনি সরকারের সহযোগিতা আশা করেন যেন কেউ তার পণ্যের নকল বের করতে না পারেন। এছাড়া তিনি তার বোতলজাতকৃত পণ্যের গায়ে স্বাক্ষর ব্যবহার করেন। কিছুদিন পর 'শাপলা' প্রতিষ্ঠান জনাব বাবরের উদ্ভাবিত পণ্যের লোগো ব্যবহার করে বিক্রয় শুরু করে। এখন জনাব বাবর ‘শাপলা' প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে চান।
ক) ফ্রানসাইজিং চুক্তি কী?
খ) মেধাসম্পদ কী?
গ) জনাব বাবর তার আবিষ্কারটির জন্য কোন আইনের সহায়তা পাবে?
ঘ) উদ্দীপকের শাপলা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনাব বাবর কি কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে? এর সপক্ষে যুক্তি দাও।