জনাব আরেফিন দেশের বিভিন্ন স্থান থেকে উন্নতমানের কাঠ সংগ্রহ করে নিজস্ব প্রতিষ্ঠানে আসবাবপত্র তৈরি করে বিক্রয় করে থাকেন। ব্যবসায়ের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্নভাবে ব্যবসায় পরিচালনার জন্য তিনি একটি বিমা কোম্পানির সাথে নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের শর্তে ৫০ লক্ষ টাকা মূল্যের বিমা চুক্তি করেন। সম্প্রতি তার প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলে তিনি বিমা কোম্পানির নিকট দাবি পেশ করেন। বিমা কোম্পানি ক্ষতিপূরণে স্বীকৃতি প্রদান করেন।
ক) লাইসেন্স কী?
খ) “স্বাতন্ত্র্যতাই মার্ক বা প্রতীকের মূল বিষয়”- ব্যাখ্যা করো।
গ) জনাব আরেফিনের ব্যবসায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি ব্যাখ্যা করো হয়?
ঘ) জনাব আরেফিনকে বিমা কোম্পানি কর্তৃক বিমা দাবি পরিশোধ করা কতটা যৌক্তিক? মতামতের সপক্ষে যুক্তি দাও।