আমেরিকান পিজ্জা হাটের সাথে বাংলাদেশের ট্রান্সকম ফুডস লিমিটেড চুক্তিতে আবদ্ধ হয়েছে। চুক্তি মতে, ট্রান্সকম ফুডস লিমিটেড শুধু পিজ্জা হাটের পণ্য উৎপাদন ও বিক্রয় করতে পারবে। সম্প্রতি চট্টগ্রামের জিইসির মোড়ে পিজ্জা হাটের নতুন একটি শাখা উদ্বোধন করেন। শাখাটির পাশে একটি দাহ্য পদার্থের দোকান থাকায় সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় ট্রান্সকম ফুডস লিমিটেড নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে 'X' কোম্পানির সাথে চুক্তি করে।
ক) কোন ব্যবসায় সংগঠনকে কার্যারম্ভের জন্য অনুমতিপত্র সংগ্রহ করতে হয়?
খ) “প্রশিক্ষিত কর্মীগণ দক্ষতার সাথে কার্যসম্পাদন পারে”- ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের? বর্ণনা করো।
ঘ) ঝুঁকিগত প্ৰতিবন্ধকতা দূরীকরণে 'X' কোম্পানির মতো প্রতিষ্ঠান ব্যবসায়ে অত্যন্ত সহায়ক – উত্তরের সপক্ষে যুক্তি দাও ।