জনাব সিহাব একটি প্রসাধনী দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালক। পণ্য উৎপাদন করে বাজারজাত করার পূর্বে পণ্যের মান নির্ধারণ করে সনদপত্র গ্রহণ করতে হয়। তবে উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় তিনি বেশি মুনাফার আশা করছেন।
ক) বাংলাদেশে কত সালের ট্রেডমার্ক আইন চালু আছে?
খ) ট্রেডমার্ক বলতে কী বোঝায়?
গ) জনাব সিহাব কোন সংস্থার মাধ্যমে পণ্যের মান যাচাই করেন? ব্যাখ্যা করো।
ঘ) জনাব সিহাব কীভাবে তার পণ্যের মান সম্পর্কে নিশ্চিত হয়েছেন বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।