রব্বানী ট্রেডিং কর্পোরেশন আমেরিকার ম্যাকডোনাল্ড ব্র্যান্ডের পণ্য নিজ দেশে বিক্রয়ের জন্য ঢাকার ধানমন্ডিতে একটি বিক্রয়কেন্দ্র স্থাপন করে। একটি চুক্তির মাধ্যমে দুই পক্ষ একমত হয়ে কাজটি শুরু করে। রব্বানী ট্রেডিং কর্পোরেশন নিরাপত্তার জন্য বিক্রয়কেন্দ্র বিমা করে রাখে।
ক) ট্রেডমার্ক কী?
খ) কপিরাইট কী? ব্যাখ্যা করো।
গ) রব্বানী ট্রেডিং কর্পোরেশন ব্যবসায়ের জন্য কোন ধরনের বিমা করেছেন? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি স্থাপনের প্রধান নিয়ামক হচ্ছে চুক্তি”— উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।