মি. রয়েলের একটি বৈদ্যুতিক বাল্ব তৈরির কারখানা আছে। বর্তমানে তিনি চীনের একটি কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছেন। চুক্তি মতে, তিনি শুধু ঐ কোম্পানির বৈদ্যুতিক বাল্ব তৈরি ও বিক্রয় করবেন এবং ঐ কোম্পানি থেকে বৈদ্যুতিক বাল্ব তৈরির সরঞ্জাম আমদানি করবেন। তার শো-রুমটি একটি দাহ্য পদার্থের কারখানার পাশে হওয়ায় তিনি প্রায়ই নিরাপত্তাহীনতায় ভোগেন। তাছাড়া জাহাজে করে বিভিন্ন যন্ত্রাংশ আমদানির সময়ও তিনি দুশ্চিন্তায় থাকেন।
ক) পেটেন্ট কী?
খ) আলু সারা বছর পাওয়া যায় বিপণনের কোন কার্যাবলির মাধ্যমে? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে মি. রয়েলের চুক্তির ধরন ব্যাখ্যা করো।
ঘ) “বিমার মাধ্যমে জনাব রয়েলের দুশ্চিন্তা লাঘব সম্ভব”— বিমার ধরন উল্লেখপূর্বক উত্তিটি মূল্যায়ন করো।