নিজের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির চিন্তা মাথায় রেখে জনাব হাবিব নিজ গ্রামের বাজার সংলগ্ন স্কুলের পাশে একটি কুটির শিল্পের দোকান স্থাপন করেন। তিনি যেসব পণ্য বাজারজাতকরণে আগ্রহী উক্ত পণ্যের গ্রহণযোগ্যতা নিরূপণ ও কর্মী বাছাইয়ের বিষয়টি বাজার জরিপের সাহায্যে সম্পন্ন করেন। কিছুদিন পর তিনি লক্ষ করলেন পণ্যের বিক্রির পরিমাণ অত্যন্ত কম। অনুসন্ধান করে জানতে পারলেন, তার উৎপাদিত পণ্যের গুণগত মান অত্যন্ত নিম্নমানের। তাই ব্যবসায়ে গতিশীলতা আনয়নের জন্য কর্মীদের সরকারি একটি প্রতিষ্ঠানে হাতে-কলমে শেখার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন।
ক) পর্যায়িতকরণ কাকে বলে?
খ) সুষ্ঠু পরিকল্পনার অভাব কীভাবে উদ্যোগ উন্নয়ন বাধাগ্রস্ত করে?
গ) জনাব হাবিব আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্বাচনে কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন?
ঘ) জনাব হাবিবের সিদ্ধান্তের সঠিকতা মূল্যায়ন করো।