অল্প শিক্ষিত তুষার কম্পোজ, ফটোকপি, মোবাইল রিচার্জের একটি দোকান চালু করেন। প্রতিষ্ঠানটি স্কুল, কলেজ এবং উপজেলা পরিষদের কাছে হওয়ায় দোকানে দিন দিন লোক সমাগম বাড়তে থাকে। তাই তিনি দোকানের জন্য আরও দুটি কম্পিউটার, একটি ফটোকপি ও একটি ডিজিটাল ক্যামেরা কেনেন। সেই সাথে তিনি দোকানে আরও তিনজন কর্মচারী নিয়োগ দেন। তার ব্যবসায়ের সফলতা দিন দিন বেড়েই চলেছে।
ক) শিল্প কাকে বলে?
খ) সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ) কর্মসংস্থানের ভিত্তিতে তুষারের কার্যক্রমটি কোন ধরনের?
ঘ) সফলতায় লাভের পেছনে তুষারের ব্যবসায়ে কোন কোন বিবেচ্য বিষয় বিদ্যমান ছিল বলে তুমি মনে করো?