নাহিদা আকতার স্বল্প শিক্ষিত একজন মহিলা। তিনি একটি বিশেষ মন্ত্রণালয় থেকে কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ নেন। তার এলাকায় ও আশপাশের এলাকায় প্রচুর সরিষা উৎপাদন হয়। বর্তমানে ঘাঁটি সরিষার তেলের প্রচুর চাহিদা আছে। তাই তিনি সরিষার তেল প্রস্তুত করার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তিনি তেল উৎপাদনকারী একটি মেশিন কিনে নিজের বাসায় উৎপাদন শুরু করেন। উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় এক বছরের মধ্যে তিনি সফলতার মুখ দেখেন।
ক) নট্রামস এর প্রধান কাজ কী?
খ) নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ) নাহিদা আকতারের আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বর্ণনা করো।
ঘ) 'আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায়ের সাফল্য নির্ভর করে উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের ওপর'—উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন করো।