উচ্চশিক্ষিত ইব্রাহীম সাহেব যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে ব্যর্থ হন। অনেকদিন বেকার থাকার পর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনায় প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করেন। তারপর বুড়িচং উপজেলার প্রাণকেন্দ্রে 'কম্পিউটার ট্রেনিং সেন্টার' নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি উক্ত প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জুয়েল নামে একজন কর্মচারীকে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ দেন। ফলে জুয়েলের কাজের দক্ষতা বেড়ে যায়। প্রতিষ্ঠানের কম্পিউটারসহ অন্যান্য সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।
ক) আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কী?
খ) আত্মকর্মসংস্থানকে একটি স্বাধীন পেশা বলা হয় কেন?
গ) উদ্দীপকের ইব্রাহীম সাহেবের আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাখ্যা করো।
ঘ) আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আলোকে জুয়েলের প্রশিক্ষণের সার্থকতা মূল্যায়ন করো।