আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মি. শহিদ এখন একজন সফল উদ্যোক্তা। বিদ্যালয় থেকে তাকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তার বক্তব্যে তিনি বলেন, 'কোনো পেশা বা কাজ ছোট নয়। আত্মকর্মসংস্থানে সহায়তা দেওয়ার জন্য এখন সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন কাজের ওপর প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেয়।' তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে মাহমুদ একটি এনজিও থেকে প্রশিক্ষণ নিয়ে তাদের ঋণ সহায়তায় একটি হাঁস-মুরগির খামার স্থাপন করেন।
ক) ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কী?
খ) আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ) মাহমুদের খামার স্থাপনে মি. শহিদের ভূমিকা কী? ব্যাখ্যা করো।
ঘ) 'প্রশিক্ষণ উদ্যোক্তার কাজের দক্ষতা ও যোগ্যতা বাড়ায়' - উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।