(i) সি এন এইচ 2এন+2, (ii) সি এন এইচ 2এন, (iii) সি এন এইচ ২এন+১ ওএইচ
ক) অনুমোদিত ফুড প্রিজারভেটিভ কাকে বলে?
খ) সমগোত্রীয় শ্রেণি বলতে কী বোঝায়?
গ) (ii) নং ও (iii) নং এর পারস্পারিক রূপান্তর বিক্রিয়াসহ বর্ণনা করো, যখন n = 21।
ঘ) দুটি পাত্রে (i) ও (ii) আছে কিন্তু লেভেল নেই। এ অবস্থায় তাদের শনাক্তকরণের ২টি পদ্ধতি বিক্রিয়াসহ ব্যাখ্যা করো, যখন n = 3।