ঘটনা-১: রবিন ঢাকায় একটি বড় অফিসে চাকরি করেন। ইদানীং তিনি খবরের কাগজ না কিনে অফিসে একটি বিশেষ যন্ত্রে মডেম লাগিয়ে বেশ কয়েকটি খবরের কাগজ পড়েন। এছাড়াও তিনি টিকিট বুকিং, ব্যাংকিং সিস্টেম, স্টাফদের বেতন প্রদান ওই একই যন্ত্র দিয়েই করেন। ঘটনা-২: রবিন এখন অফিসের সকল লিখিত ডকুমেন্ট ডাকঘরের মাধ্যমে না পাঠিয়ে অন্য একটি বিশেষ যন্ত্রের সাহায্যে স্ক্যান করে টেলিফোন লাইনের মাধ্যমে পাঠান।
ক) অডিও সংকেত কী?
খ) বর্তমান যুগকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ বলা হয় কেন?
গ) ঘটনা-১ এ রবিনের ব্যবহৃত যন্ত্রটি কীভাবে কাজ করে বর্ণনা করো।
ঘ) উদ্দীপকের ঘটনা-১ ও ঘটনা-২ এর যন্ত্রগুলোর আধুনিক যুগে বিপ্লবী প্রভাব যুক্তিসহ উপস্থাপন করো।