রাজশাহীর মীনারা বেগম শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি প্রভৃতি বিক্রয় করেন। তিনি লাভের সম্পূর্ণ অর্থ পরিবারের জন্য খরচ না করে ভবিষ্যতের প্রয়োজনে কিছু জমা করেন। তার কাজে সাহায্য করার জন্য বর্তমানে তিনি ২ জন বেকার শিক্ষিত ছেলেকে কাজে নিয়োগ দেন।
ক) ব্যবসায় পরিবেশ কী?
খ) 'হাঁস-মুরগি পালন' কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।
গ) মীনারা বেগমের কাজটি কোন ধরনের তা বর্ণনা করো।
ঘ) দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে মীনারা বেগমের কাজটির গুরুত্ব মূল্যায়ন করো।