জনাব শামীম নরসিংদীর বিভিন্ন লুঙ্গি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছ থেকে লুঙ্গি কিনে ঢাকা, ভৈরব, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দোকানে বিক্রি করেন। আমাদের দেশের লুঙ্গির চাহিদা পৃথিবীর বিভিন্ন দেশে থাকায় তিনি তথ্য সংগ্রহ করে ভারত, থাইল্যান্ড ও আফ্রিকার বিভিন্ন দেশে লুঙ্গি রপ্তানি শুরু করেন। এ কাজে সহায়তার জন্য তিনি ১০ জন কর্মী নিয়োগ দেন। ফলে তার ব্যবসায়ের পরিধি দিন দিন বেড়ে যায়।
ক) প্রত্যক্ষ সেবা কাকে বলে?
খ) একই সাথে ধান কাটা ও মাড়াইয়ের হার্ভেস্টার মেশিন আমদানি ব্যবসায় পরিবেশের কোন উপাদানের অন্তর্গত? ব্যাখ্যা করো।
গ) জনাব শামীমের কার্যক্রম কোন প্রকারের ব্যবসায়ের আওতাভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ) বাংলাদেশের অর্থনীতিতে জনাব শামীমের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন করো।