কুসুমপুরে শফিক মিয়ার পূর্বপুরুষগণ মৃৎশিল্পের সাথে জড়িত ছিলেন। তাই শফিক মিয়াও এসএসসি পাসের পর মৃৎশিল্পের সাথে জড়িত হন। তিনি বিভিন্ন রকম হাড়ি-পাতিল, পুতুল ও খেলনা সামগ্রী তৈরি করে বাজারজাত করেন। দীর্ঘদিন ধরে তার ব্যবসায় ভালোই চলছিল। কিন্তু সম্প্রতি COVID-19 ভাইরাসের কারণে দেশের মানুষের আয়-রোজগার ও সঞ্চয় কমে যায়। তাই তার ব্যবসায়ও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। নতুনভাবে অর্থসংস্থানের মাধ্যমে ব্যবসায় সচল রাখতে চাইলেও শফিক মিয়া তা পারলেন না। অবশেষে তার ব্যবসায় বন্ধ হয়ে যায়।
ক) পর্তুগিজরা সপ্তগ্রামকে কী নামে অভিহিত করেন?
খ) নিষ্কাশন শিল্প কী? ব্যাখ্যা করো।
গ) শফিক মিয়ার ব্যবসায়টি চালু করার ক্ষেত্রে সামাজিক পরিবেশের যে উপাদানটি ভূমিকা পালন করেছে তা ব্যাখ্যা করো।
ঘ) শফিক মিয়ার ব্যবসায় বন্ধ হয়ে যাওয়ার কারণ ব্যবসায় পরিবেশের আলোকে বিশ্লেষণ করো।