যখন কোনো বৃত্তের দুইটি জ্যা বৃত্তের উপর কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করে, তখন যে কোণটি গঠিত হয় তা বৃত্তস্থ কোণ।
অনুবন্ধী চাপসমূহের বৃত্তে একই প্রান্তবিন্দু থাকে।
একটি কেন্দ্রস্থ কোণের শীর্ষবিন্দু বৃত্তের কোনো বিন্দুতে থাকে না।
একই চাপের ওপর দণ্ডায়মান যেকোনো বৃত্তস্থ কোণের চেয়ে কেন্দ্রস্থ কোণ বৃহৎ।
বৃত্তস্থ কোণ খণ্ডিত চাপের ওপর দণ্ডায়মান থাকে।