$5 : 7$ অনুপাতে, 5 হলো পূর্বরাশি।
$1 : 2$ এবং $2 : 1$ অনুপাত একই।
$20 : 25$ অনুপাতকে সরল করলে $4 : 5$ পাওয়া যায়।
$12 : 15$ অনুপাতে, 15 হলো পূর্বরাশি।
অনুপাতের দুটি পদের একই সাধারণ উৎপাদক থাকলে, সেই উৎপাদক দিয়ে ভাগ করে অনুপাতটিকে সরল করা যায়।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।