মৃদগত অঙ্কুরোদ্গমে বীজপত্রগুলি মাটির নিচে থাকে।
মৃদভেদী অঙ্কুরোদ্গমে বীজত্বক মাটিতে থাকে না।
অঙ্কুরোদ্গমের জন্য পানি, তাপ ও অক্সিজেন প্রয়োজন।
ছোলা বীজ মৃদভেদী অঙ্কুরোদ্গম প্রদর্শন করে না।
বীজপত্রোর্ধ্বকাণ্ড (Epicotyle) নোডাল অঞ্চলের নিচে অবস্থিত নয়।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।