মিসেস সামিয়া একজন ব্যবসায়ী। তিনি অন্য দেশ থেকে কৃষি যন্ত্রপাতি আমদানি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। তিনি তার আমদানিকৃত পণ্য সমুদ্রপথে আনয়ন করেন। ঝুঁকি এড়াতে তিনি বিমা কোম্পানির শরণাপন্ন হন।
ক) BSTI এর ইংরেজি পূর্ণরূপ লেখো।
খ) বিমা প্রধানত কত প্রকার ও কী কী?
গ) মিসেস সামিয়ার জন্য কোন ধরনের বিমা প্রয়োজন? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের আলোকে মিসেস সামিয়ার ব্যবসায়ের সহায়ক হিসেবে বিমার গুরুত্ব বিশ্লেষণ করো।