মি. রাহাত একজন চিত্রশিল্পী। তার সৃষ্ট চিত্রকর্মের প্রদর্শনী বেশ প্রশংসিত হয়েছে। তন্মধ্যে একটি চিত্রকর্ম দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করায় নিজ নামে রেজিস্ট্রিকৃত হয়। কিন্তু বাজারে অবিকল কপি অবৈধভাবে প্রকাশিত হওয়ায় আইনি প্রক্রিয়ায় তা সমাধান করা হয়।
ক) বিমা কাকে বলে?
খ) কোন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়? ব্যাখ্যা করো।
গ) মি. রাহাতের সৃষ্টকর্মের স্বত্ব কী দ্বারা সংরক্ষিত? ব্যাখ্যা করো।
ঘ) মি. রাহাতের ক্ষেত্রে সৃষ্ট সমস্যা কীভাবে সমাধান করেছে বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।