রব্বানী সাহেব একজন শিক্ষক। সম্প্রতি একুশে বইমেলায় তার রচিত 'মায়ের মর্যাদা' নামে একটি বই প্রকাশিত হয়। মেলার শুরুর দিকে পাঠকসমাজে বইটির ব্যাপক সাড়া মেলে। কিন্তু কয়েক দিন পর বইটির বিক্রয় কমে যায়। তিনি খোঁজ নিয়ে দেখলেন নীলক্ষেত এলাকায় বইটির নকল কপি পাওয়া যায়। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এমতাবস্থায় নিকটবর্তী থানা কর্তৃপক্ষের নিকট বিষয়টি তুলে ধরলে থানা কর্তৃপক্ষ কিছু করতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেন।
ক) BSTI এর পূর্ণরূপ কী?
খ) কোন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না? ব্যাখ্যা করো।
গ) রব্বানী সাহেবের রচিত বইটি কোন সম্পদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ) রব্বানী সাহেব কোনো আইনগত সুবিধা না পাওয়ার কারণ বিশ্লেষণ করো।