জাহিদ ট্রেডার্স অস্ট্রেলিয়া থেকে সমুদ্রপথে ছোলা আমদানি করে। দেশে আনার পর ছোলা প্যাকেটজাত করে প্যাকেটের উপরে ‘JT” অক্ষর দু'টি ব্যবহার করে প্রতিষ্ঠানটি পণ্য বাজারজাত করে। প্যাকেটের উপরে 'JT' অক্ষর দু'টি ব্যবহারের জন্য একটি প্রতিষ্ঠানের কাছে রেজিস্ট্রিশন করতে হয়েছে। ব্যবসায় প্রতিষ্ঠানটি ভালোভাবেই চলছিল। কিন্তু একবার অস্ট্রেলিয়া থেকে পণ্য আনার পথে ঝড়ের কবলে পড়ে জাহাজের মালের ব্যাপক ক্ষতি হয়।
ক) পেটেন্ট কী?
খ) প্রিমিয়াম বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ) জাহিদ ট্রেডার্স-এর প্যাকেটের উপর 'JT' অক্ষর দু'টি দ্বারা কোন আইনগত দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের প্রতিষ্ঠানটি ক্ষতি এড়ানোর জন্য কোন চুক্তির সাহায্য নিতে পারতো? বিশ্লেষণ করো।