সন্দ্বীপের মাসুদ সাহেব সার ও চিনির ডিলার। তিনি চট্টগ্রাম থেকে এসব পণ্য সন্দ্বীপে এনে ন্যায্যমূল্যে বিক্রয় করেন। নৌপথে ঝুঁকি মোকাবিলার জন্য ক কোম্পানি এবং গুদামে সংরক্ষিত পণ্যের সুরক্ষার জন্য খ কোম্পানির সাথে প্রিমিয়ামের বিনিময়ে চুক্তিপত্র সম্পাদন করেন। কিছুদিন পর তার গুদামের পণ্য চুরি হলে চুক্তিবদ্ধ কোম্পানি ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে। অপরদিকে, নৌপথে লঞ্চ ঝড়ের কবলে পড়লে তার পণ্যের ব্যাপক ক্ষতি হয় এবং চুক্তিবদ্ধ কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে।
ক) কোন ধরনের প্রতিষ্ঠানকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়?
খ) পেটেন্ট বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের ‘খ’ কোম্পানি ক্ষতিপূরণ না দিয়ে কি চুক্তিভঙ্গ করেছে? ব্যাখ্যা করো ।
ঘ) “বিমা ব্যবসায়ের ঝুঁকি কমায়” বিশ্লেষণ করো। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।