হিমেলদের গ্রামের পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে। নদীর পাড়ে কিছু শিল্প কারখানা থাকায় নদীর পানি সবসময় ঘোলাটে থাকে। পানিতে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ভাসমান থাকে। নদীর পানির pH পরীক্ষা করে দেখা গেছে ৫ এর কম।
ক) লোনা পানি কাকে বলে?
খ) নদীতে বাঁধ নির্মাণ পানির জন্য হুমকি হতে পারে কেন?
গ) হিমেলদের গ্রামের পাশের নদীর পানি কীভাবে দূষণমুক্ত রাখা যাবে?
ঘ) উদ্দীপকের নদীতে, জলজ প্রাণী বসবাসের উপযুক্ত কিনা- মতামত দাও।
লোনা পানি কাকে বলে?
নদীতে বাঁধ নির্মাণ পানির জন্য হুমকি হতে পারে কেন?
হিমেলদের গ্রামের পাশের নদীর পানি কীভাবে দূষণমুক্ত রাখা যাবে?
উদ্দীপকের নদীতে, জলজ প্রাণী বসবাসের উপযুক্ত কিনা- মতামত দাও।