পানি বিজ্ঞানী জনাব শাহিদ বাংলাদেশের মিঠা পানির উপর বৈশ্বিক উষ্ণতার প্রভাব কীরূপ তা নিয়ে গবেষণা করে যাচ্ছেন। অপরদিকে মিজান সাহেব একটি বোতলজাত পানি তৈরির কারখানা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মিজান সাহেব তার কারখানায় পানি বিশুদ্ধকরণের জন্য কোন কোন পদ্ধতি প্রয়োগ করতে পারেন তা জানার জন্য শাহিদ সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি জানান ক্লোরিনেশন, স্ফুটন ও পাতন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা যায়।
ক) বিশুদ্ধ পানির pH মান কত?
খ) ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের শাহিদ সাহেবের গবেষণার বিষয়বস্তু ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের মিজান সাহেব তার কারখানার জন্য উল্লিখিত পদ্ধতিগুলোর মধ্যে কোনটি প্রয়োগ করবেন এবং কেন? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
বিশুদ্ধ পানির pH মান কত?
ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের শাহিদ সাহেবের গবেষণার বিষয়বস্তু ব্যাখ্যা করো।
উদ্দীপকের মিজান সাহেব তার কারখানার জন্য উল্লিখিত পদ্ধতিগুলোর মধ্যে কোনটি প্রয়োগ করবেন এবং কেন? বিশ্লেষণপূর্বক মতামত দাও।